জমিতে কেটে রাখা ধানের গাদায় আকস্মিক আগুন মালদার বামনগোলার ডোবাডাঙাতে

4th June 2020 মালদা
জমিতে কেটে রাখা ধানের গাদায় আকস্মিক আগুন মালদার বামনগোলার ডোবাডাঙাতে


দেবাশীষ পাল ( মালদা ) : একদিকে লক ডাউন অন্য দিকে সে ভাবে ধানের ফলন হয়নি বলেই চলে । এই পরিস্থিতিতে বামনগোলা ব্লকে এক কৃষক ধান জমিতে  কেটে রাখেন । সেই ধানের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জমির মালিকের। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা  ছড়িয়েছে বামনগোলার ডোবাডাঙা এলাকায়। জমির মালিক, জগন্নাথ দাস জানান কৃষি কাজের উপর নির্ভর করে সংসার চালাতেন এবছর ধান চাষের জন্য ঋণ নিয়ে তার ৫ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন।তার জমির ধানের মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।গত বুধবার রাতের অন্ধকারে তার জমির ধান কেটে রাখাছিল মাঠে সেই ধানের গাদায় আগুন লাগিয়েদেয় দূষ্কতিরা । এখন বুঝে উঠতে পারছেনা কে বা কারা করেছে এই কাজ।ঋন নিয়ে ৫ বিঘা জমি চাষ করেছিলেন। জগন্নাথ দাস ভেবে ছিলেন তার জমির ধান বিক্রি করে ঋন পরিশোধ করবে। এখন কি করে সেই ঋন পরিশোধ করবে তা বুঝতে পারছেন না। এদিকে লক ডাউন কাজ কর্ম কিছুই নেই কি করে সংসার চলবে সেই দুশ্চিন্তায় দিশেহারা। এখন শুধু তাকিয়ে রয়েছে সরকারি সাহায্য দিকে।এবিষয়ে বিজেপি তরফে তাদের পাশে দারানোর আশ্বাস দেওয়া হয় ।বামনগোলা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।





Others News